আর্কাইভ থেকে বিএনপি

এক যুগ পর বরিশালে বিএনপির সমাবেশ আজ

এক যুগ পর বরিশালে বিএনপির সমাবেশ আজ
দীর্ঘ এক যুগ পর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পরিবহন ধর্মঘটের মধ্যেও সমাবেশ সফল করতে নেতাকর্মীরা যে যেভাবে পারছেন আসছেন সমাবেশস্থলে। আজ শনিবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শুরু হচ্ছে এই বিভাগীয় সমাবেশ। সকাল থেকে সমাবেশস্থলে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চের প্রস্তুতি চলছে। নেতা-কর্মীরা জানান, যারা সমাবেশে যোগ দেবেন তাদের অধিকাংশই বরিশালে পৌঁছে গেছেন। কেউ মাঠে কেউ বা আশপাশে বিভিন্নস্থানে অবস্থান করছেন। কেউ কেউ এখনও বরিশালের পথে আছেন। বুধবার থেকেই এ উদ্যানে রাতযাপন করেছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ এখানেই আদায় করেছেন তারা। রাতও কাটিয়েছেন এখানে। মূলত শুক্রবার রাত ৮টার পর থেকে সমাবেশস্থলে ঢল নামতে থাকে; মি‌ছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে আসতে থাকেন। এর আগে বিকেলে বরিশাল পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। তারা নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন। রাত ১০টার দিকে সমাবেশস্থল ও মঞ্চ ঘুরে দেখে গেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্যগ মির্জা আব্বাস, কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব হা‌বিবুন নবী সোহেল ও স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী। দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগাতার লোডশেডিং, দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, গুম-হত্যা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশ ডেকেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সমাবেশে হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে। আজ বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় সমাবেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | যুগ | বরিশালে | বিএনপির | সমাবেশ | আজ