আর্কাইভ থেকে বিএনপি

সিলেটে বিএনপির গণসমাবেশের তারিখ পরিবর্তন

সিলেটে বিএনপির গণসমাবেশের তারিখ পরিবর্তন
সিলেটে গণসমাবেশের তারিখ ২০ নভেম্বর পরিবর্তন করে ১৯ নভেম্বর নির্ধারণ করেছে বিএনপি। জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টায় নগরের দরগাহ গেইট সংলগ্ন একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুক্তাদির বলেন, মূলত এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবং সিলেট মহানগর পুলিশের জারিকৃত একটি গণবিজ্ঞপ্তির কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। তাই আগামী ১৯ নভেম্বর গণসমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের সবক’টি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে এসএমপির জারিকৃত গণবিজ্ঞপ্তি ২০০ গজের বাইরে সমবেশস্থল। এরপরও সমাবেশস্থলের পাশে আলিয়া মাদ্রাসা এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্র রয়েছে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় এনে সমাবেশের তারিখ একদিন আগে আনা হয়েছে। নতুন নির্ধারিত তারিখের দিন শনিবার হওয়াতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করায় আমাদের নতুন করে প্রচারণা চালাতে হবে। ইতোমধ্যে চট্টগ্রামে, ময়মনসিংহে, খুলনা এবং সর্বশেষ বরিশালে গণসমাবেশ করেছে দলটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেটে | বিএনপির | গণসমাবেশের | তারিখ | পরিবর্তন