আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে শনিবার (৫ জুন) সকাল ৮টা থেকে রোববার (৬ জুন) সকাল ৮টার মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে ৩৬৬ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা পজেটিভ হয়েছেন। শনাক্ত হার ৫০.২৭ শতাংশ।

মৃতদের মধ্যে ২ জন করোনাভাইরাস শনাক্ত ছিলেন এবং বাকী ৪ জনের উপসর্গ ছিল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহী ১ জন, নাটোর ১ জন ও চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন।

রামেক হাসপাতালে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও রোগী ভর্তি বেড়েছে। নির্ধারিত ২৩২ শয্যার এই ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩০ জন। এর মধ্যে ১৮ জন রাজশাহীর, ৮ জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর এবং একজন নাটোরের।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | মেডিকেলে | আরও | ৬ | জনের | মৃত্যু