আর্কাইভ থেকে ক্রিকেট

বিনা উইকেটেই ১০০ রান করলো পাকিস্তান

বিনা উইকেটেই ১০০ রান করলো পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট হাতে কোনও উইকেট না হারিয়ে ১শ রান পার করেছ পাকিস্তান। বাবর ও রিজওয়ানের ওপেনিং জুটি ১০৫ রান করে। এরমধ্যে বাবর ৫৩ ও রিজওয়ান করে ৪৮ রান। এর আগে আজ বুধবার সিডনিতে টস জিতে আগে ব্যাট করেছে নিউজিল্যান্ড। ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে দলী সংগ্রহ ১৫২ রান। দলে পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারিল মিচেল। পাকিস্তানের পক্ষে ২ উইকেট পান শাহীন আফ্রিদি। ১৯৯২ সালে যেমন সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ইমরান খানের দল যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৯৯২ সালে নকআউট পর্বে উঠেছিল, ঠিক এবারও বাবর আজমের দল খুঁড়িয়ে খুঁড়িয়ে, ভাগ্যের সহায়তা নিয়ে উঠেছে সেমিফাইনালে। তবে সেবারও টস জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষে ব্যাট করা পাকিস্তানের কাছে হেরে যায় তারা। পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি। নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন বিনা | উইকেটেই | ১০০ | রান | করলো | পাকিস্তান