আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

আবারও রাজনীতিতে ফিরছেন ট্রাম্প, করবেন নির্বাচনও

আবারও রাজনীতিতে ফিরছেন ট্রাম্প, করবেন নির্বাচনও

আবারও রাজনীতিতে ফিরছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির দলীয় সম্মেলনে অংশ নেন ট্রাম্প। গেল ফেব্রুয়ারির পর এই প্রথম প্রকাশ্য কোনো সভায় অংশ নিলেন তিনি। এ সময় ভাষণ দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে, গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারো কারচুপির অভিযোগ তোলেন তিনি।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, এই স্বাস্থ্য বিশেষজ্ঞের ভুল নীতির কারণেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়েছে। এ সময় করোনা মহামারির জন্য আবারও চীনকে দায়ি করেন ট্রাম্প। বলেন, চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের উচিত ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুধু যুক্তরাষ্ট্রই নয় পুরো বিশ্ব আজ স্থবির করোনার কারণে। উহানের গবেষণাগার থেকে ওই ভাইরাস ছড়িয়েছে চীন। তাই সবার উচিত চীনের কাছ থেকে অন্তত ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ নেওয়া।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | রাজনীতিতে | ফিরছেন | ট্রাম্প | করবেন | নির্বাচনও