আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাইজারের ভ্যাকসিনে বিশেষ কাউকে অগ্রাধিকার দেয়া হবে না : স্বাস্থমন্ত্রী

ফাইজারের ভ্যাকসিনে বিশেষ কাউকে অগ্রাধিকার দেয়া হবে না : স্বাস্থমন্ত্রী

ফাইজারের ভ্যাকসিনে বিশেষ কাউকে অগ্রাধিকার দেয়া হবে না। নিবদ্ধনকারীরা সিরিয়াল অনুযায়ী টিকা পাবেন। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আজ সোমবার (৭ জুন) বিকেলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফাইজারের ডাইলুয়েন্ট মিশ্রণ সংগ্রহের চেষ্টা চলছে। আজ রাতে এটি আসার কথা রয়েছে। রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন।

গত ২ জুন দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, ফাইজারের টিকা প্রয়োগের আগেই এর সঙ্গে ডাইলুয়েন্ট নামক একটি মিশ্রণ যোগ করতে হবে। এ মিশ্রণের যোগের পরই দেশে ফাইজারের টিকা প্রয়োগ হবে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন ফাইজারের | ভ্যাকসিনে | বিশেষ | কাউকে | অগ্রাধিকার | দেয়া | হবে | | স্বাস্থমন্ত্রী