আর মাত্র কদিন পরেই কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল টূর্ণামেন্ট। এই খেলায় অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই উত্তেজনার জোয়ারে ভাসছেন বাংলাদেশী বিনোদন তারকরা।
কে কোন দল সাপোর্ট করেন তা ইতোমধ্যে জানান দিতে শুরু করেছেন এসব তারকা। পছন্দের দলের জার্সি পড়ে ইতোমধ্যে শুভকামনাও জানাচ্ছেন অনেক তারকা। তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই বেশী।
চিত্র নায়ক শাকিব খান গনমাধ্যমকে জানিয়েছেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। ম্যারাডোনা তার বাল্যকালের হিরো। পাশাপাশি ব্রাজিলের খেলাও পছন্দ করেন। তিনি মনে করেন, ল্যাতিন আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনা দলই ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কোন দলের খেলা পছন্দ করেন, এমন প্রশ্নের জবাবে চিত্র নায়িকা শবনম বুবলী জানিয়েছেন, দুই দলের খেলাই উপভোগ করেন তিনি। তবে পছন্দের দলের নাম বলতে চাননা তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টে বুবলী বলেছেন, ‘যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, গালাগালি, তর্কাতর্কি, গণ্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে তখন দু:খ লাগে।
চিত্র নায়িকা অপু বিশ্বাস ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। তিনি বলেছেন, একসময় না বুঝেই ব্রাজিল সাপোর্ট করতেন। আর এখন তিনি সাপোর্ট করেন খেলা বুঝে। ছেলে আব্রাম খান জয়কেও ব্রাজিলের জার্সি পরিয়ে বানিয়েছেন ব্রাজিলের সমর্থক বানানোর চেস্টা করছেন তিনি।
হালের আলোচিত নায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। তবে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পছন্দ করেন।
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি –মৌসুমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের জার্সি পরে ছবি তুলে সামাজিক মাধ্যমে তা প্রকাশও করেছেন।
খল অভিনেতা মিশা সওদাগর ব্রাজিলের সমর্থক। চিত্রনায়ক সায়মন সাদিকও সসমর্থন করেন ব্রাজিলকে। পেলে-নেইমারদের ব্রাজিলকে পছন্দ করেন বিদ্যা সিনহা সাহা মিম এবং অভিনেত্রী মোনালিসা । তবে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনার সমর্থক।
আলোচিত নায়িকা পূজা চেরিও মেসির ভক্ত। অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। চিত্রনায়ক নিরব ও ইমন দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। ইলিয়াস কাঞ্চনও মেসির আর্জেন্টিনার ভক্ত।
দুই পর্দার জনপ্রিয় এই অভিনেতা জাহিদ হাসান ছোটবেলা থেকেই সমর্থন করেন আর্জেন্টিনাকে। ফুটবল ভালোবাসেন। সময় পেলে খেলা দেখেন প্রিয় দল এবং মেসীর।
তারকা দম্পতি তিশা-ফারুকী আবার ভিন্ন দলের সমর্থক। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সমর্থন করেন ব্রাজিলকে। আর তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিওনেল মেসির আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার ছেলে শুদ্ধ আর্জেন্টিনা দলের সমর্থক। ছোটপর্দার হার্টথ্রব অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সমর্থন করেন ব্রাজিলকে।