আর্কাইভ থেকে বিএনপি

সরকারকে হটানোই বিএনপির মূল চ্যালেঞ্জ : খন্দকার মোশাররফ

সরকারকে হটানোই বিএনপির মূল চ্যালেঞ্জ : খন্দকার মোশাররফ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানোই বিএনপির মূল চ্যালেঞ্জ। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন আমাদের মূল দাবি সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা। খালেদা জিয়াকে মুক্ত করে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়ার পরিবেশ তৈরি করা। ড. খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে রক্ষার দাবিতে সবাই (রাজনৈতিক দল ও সংগঠন এবং জনগণ) ঐক্যবদ্ধ হয়েছে। ইতোমধ্যে আমাদের সমাবেশগুলোতে এর প্রতিফলন দেখা যাচ্ছে। কিন্তু সরকার ভয় পেয়ে বিএনপির গণসমাবেশে বাধা দিচ্ছে। জনগণ কোনো বাধা বিপত্তিতে ভয় পায় না। তারা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নিচ্ছে। ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশও সফল হবে। তিনি বলেন, তারা গণতন্ত্র হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা আইএমএফের প্রশ্নের জবাব দিতে পারেনি। তাদের লুটপাটের কারণে দেশে ডলার সংকট দেখা দিয়েছে। আজ নতুন করে এলসি খোলা যাচ্ছে না। লোডশেডিং, জ্বালানি সংকট ও নিত্য-পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণ অতিষ্ঠ। মোশাররফ বলেন, ৭ নভেম্বরকে বর্তমান আওয়ামী লীগ সরকার বিতর্কিত করছে। অথচ সেই দিনটি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি টার্নিং পয়েন্ট। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছিল।  

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারকে | হটানোই | বিএনপির | মূল | চ্যালেঞ্জ | | খন্দকার | মোশাররফ