আর্কাইভ থেকে বিএনপি

বিএনপির আন্দোলন দমাতে নেতাকর্মীদের হত্যা করছে সরকার: রিজভী

বিএনপির আন্দোলন দমাতে নেতাকর্মীদের হত্যা করছে সরকার: রিজভী
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বেছে বেছে নেতাকর্মীদের হত্যা করছে সরকার। প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের নির্দেশেই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সরাসরি তার গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। এর আগে ভোলার নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান এবং মুন্সিগঞ্জে শাওন, যশোরে আব্দুল আলিমকে হত্যা করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, কর্তৃত্ববাদী শেখ হাসিনার মসনদ এখন ভেঙে পড়ার উপক্রম। দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে। সারাদেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছে- তারা আর টিকে থাকতে পারবে না। তাই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। বেছে বেছে বিএনপির তরুণ নেতাদের হত্যা করা হচ্ছে। জনপদের পর জনপদ রক্তে রঞ্জিত করছে। কিন্তু নেতাকর্মীদের হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না। এ সরকারের পতন ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | আন্দোলন | দমাতে | নেতাকর্মীদের | হত্যা | করছে | সরকার | রিজভী