আর্কাইভ থেকে এশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ২০

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ২০
ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন শতাধিক। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে। জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১টা ২০মিনিটের দিকে দেশটির পশ্চিম জাভা প্রদেশে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা (বিকেএমজি) বলেছে, সোমবার জাভায় যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে সুনামির কোনও সম্ভাবনা নেই। তবে ভূমিকম্প পরবর্তী আফটারশক অনুভূত হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সংস্থাটি। পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে তিনি বলেছেন, আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে কেবল একটি হাসপাতালেই এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন এবং আরও কমপক্ষে ৩০০ জনকে আহত অব্স্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভূমিকম্পে | কেঁপে | উঠলো | ইন্দোনেশিয়া | নিহত | ২০