আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরী, বিশ্বের বুকে বাংলাদেশই প্রথম

দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরী, বিশ্বের বুকে বাংলাদেশই প্রথম

দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান সবচেয়ে বড় প্রকল্প। দ্বিতীয় বৃহত্তম প্রকল্প হবে, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ বললেন উপ প্রকল্প পরিচালক,শফিকুর রহমান তালুকদার। 

বুধবার ( ৯ জুন) সাভারে এ প্রকল্পের আওতায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে এসব উপ প্রকল্প পরিচালক শফিকুর রহমান তালুকদার। 

বলেন, বৃহস্পতিবার (১০ জুন) তার ৫০টির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশই প্রথম যেখানে মসজিদ নিয়ে এত বড় প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে।

সাভার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ম ানের সব ধরনের প্রস্তুতি শেষ, উদ্বোধনের অপেক্ষায় মাত্র। বৃহস্পতিবার সারাদেশের এমন ৫০টি মসজিদ গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যেই শেষ ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কাজ। ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। ৪০ শতক জমির উপর জেলা ও উপকূলীয় অঞ্চলে ৪ তলা এবং উপজেলা পর্যায়ে ৩ তলা কমপ্লেক্সের কাজ চলছে। চারতলায় ১২শ এবং ৩ তলায় ৯০০ ত মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া রয়েছে আরো বহুমুখী সুযোগ সুবিধা ও ইসলামিক চর্চার ব্যবস্থা।

সবগুলো মসজিদ চালু হলে ৪ লাখ ৯৪ হাজার ২০০ জন পুরুষ এবং ৩১ হাজার ৪০০ নারী একসাথে নামাজ আদায় করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ৫৬০টি | মডেল | মসজিদ | ও | ইসলামিক | সাংস্কৃতিক | কেন্দ্র | তৈরী | বিশ্বের | বুকে | বাংলাদেশই | প্রথম