আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফ্রান্সে ভ্রমণের অনুমতি পেল করোনার টিকা গ্রহণকারীরা

ফ্রান্সে ভ্রমণের অনুমতি পেল করোনার টিকা গ্রহণকারীরা

এবার ফ্রান্সে ভ্রমণের অনুমতি পেল করোনার ভ্যাকসিন গ্রহণকারীরা। আজ বুধবার থেকেই পর্যটকদের স্বাগত জানাবে পর্যটনে বিশ্বখ্যাত দেশটি।

ফরাসি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বেশকিছু নিয়ম কানুন মানতে হবে। দেশগুলোকে সংক্রমণের ভিত্তিতে সবুজ, কমলা ও লাল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

আবেদনকারীদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র ও পিসিআর নেগেটিভ টেস্ট নিশ্চিত করতে হবে। তবে সবুজ ও কমলা তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে পিসিআর টেস্ট ও কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা হয়েছে।

এদিকে সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ ১৬টি দেশকে লাল তালিকায় রেখেছে ফ্রান্স সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রান্সে | ভ্রমণের | অনুমতি | পেল | করোনার | টিকা | গ্রহণকারীরা