আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোরে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা

নাটোরে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা

নাটোরে চলমান লকডাউনে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন। বুধবার সকাল ৬টা থেকে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে শহরে প্রবেশ করতে দেয়া হয়নি। গণপরিবহনও বন্ধ রয়েছে। এ সময় বিধিনিষেধ অমান্যকারিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৯ জনকে ২৯টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন নাটোরে | বিধিনিষেধ | মানায় | ২৯ | জনকে | জরিমানা