আর্কাইভ থেকে জাতীয়

যে কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

যে কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত
আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। তবে দেশটির কোভিড পরিস্থিতির অবনতির কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, জাপানে এখন অষ্টম কোভিড ওয়েভ চলছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিরাপদ নয়। দুইপক্ষের সুবিধাজনক সময়ে পরে এই সফর হবে। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনও সুরাহা হয়নি। আলোচনা চলছে। এর আগে,আইওআরএ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শুনসোক তাকেইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি মাসে প্রধানমন্ত্রীর জাপান হচ্ছে না। প্রধানমন্ত্রীর জাপান সফর পিছিয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের সূচি নতুনভাবে নির্ধারণ করা হবে। আমরা এখনও এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেইনি। আগামী ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সরকারপ্রধানের জাপান সফর কথা ছিল। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ইতোমধ্যে উভয়পক্ষ কয়েক দফা বৈঠকও করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | প্রধানমন্ত্রীর | জাপান | সফর | স্থগিত