আর্কাইভ থেকে জাতীয়

সেপ্টেম্বরে আবারও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

সেপ্টেম্বরে আবারও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

এ বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গাদের আবারও ভাসানচরে স্থানান্তর শুরু হবে। জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

বৃহস্পতিবার রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া প্রসঙ্গে তিনি এ কথা জানান।

সচিব বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের জায়গা সঙ্কট থাকায় আমাদের টার্গেট ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া। এটি বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে।

সচিব বলেন, রোহিঙ্গারা যেখানে আছেন, সেটি পাহাড়ি এলাকা। কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হওয়ায় সেখানকার অনেক জায়গা ধ্বসে গেছে। এখন ভাসানচরে ২০ হাজারের মতো রোহিঙ্গা আছে। আরও ৮০ হাজার নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তায় সেখানে ২০০ পুলিশ কাজ করছে। সামনে আরও আনসার ব্যাটেলিয়ন নেয়া হবে।

তিনি আরও বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য হাসপাতালের লোকবল বাড়ানো হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সেপ্টেম্বরে | আবারও | রোহিঙ্গাদের | ভাসানচরে | স্থানান্তর