আর্কাইভ থেকে এশিয়া

শিক্ষিকার শ্লীলতাহানির ভিডিও ভাইরাল, ৩ ছাত্র আটক

শিক্ষিকার শ্লীলতাহানির ভিডিও ভাইরাল, ৩ ছাত্র আটক
বায়ান্ন প্রতিবেদন   শিক্ষিকার শ্লীলতাহানি করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগে তিন নাবালক ছাত্রকে আটক করেছে পুলিশ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেরঠের কিঠোরের একটি উচ্চ মাধ্যমিক কলেজে। পুলিশ জানায়, ওই শিক্ষিকাকে বেশ কিছু দিন ধরেই তিন ছাত্র হেনস্থা করছে বলে অভিযোগ। করা হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি। শিক্ষিকার উদ্দেশে করে বলা হচ্ছে কুরুচিকর কথা। শিক্ষিকা প্রথমে ছাত্রদের ডেকে বোঝান। তাতেও কাজ না হওয়ায় তাদের মা-বাবাদের ডেকে সন্তানদের এ কাজ থেকে বিরত থাকার কথা বলেন। কিন্তু শিক্ষিকার অভিযোগ, তাতেও কাজ হয়নি। তাকে হেনস্থার পর শ্লীলতাহানিও শুরু হয়। সেই ভিডিও ছড়িয়ে দেওয় হয় সমাজমাধ্যমে। ভিডিয়োর কথা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন শিক্ষিকা। পুলিশ অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, শিক্ষিকা ক্লাসরুমের দিকে যাওয়ার সময় তার সামনে চলে এসে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে তিন ছাত্র। শিক্ষিকা বারণ করলে তার গায়েও হাত দেয়ার চেষ্টা করে তিন জন। কিঠোরে পুলিশের সার্কল ইন্সপেক্টর সূচিতা সিংহ জানিয়েছেন, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ওই তিন ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষিকার | শ্লীলতাহানির | ভিডিও | ভাইরাল | ৩ | ছাত্র | আটক