আর্কাইভ থেকে দেশজুড়ে

রংপুরের ঘাঘট নদীতে বালু উত্তোলনের মহোৎসব

রংপুরের ঘাঘট নদীতে বালু উত্তোলনের মহোৎসব

বালু উত্তোলনের মহোৎসব রংপুরের ঘাঘট নদীর বিভিন্ন স্থানে। প্রশাসনের নজরদারি না থাকায় নিয়মের কোন তোয়াক্কাই করছে না অসাধু বালু ব্যবসায়ীরা। পরিবেশবিদরা বলছেন, এর ফলে স্বাভাবিক গতিপথ হারাচ্ছে ঘাঘট নদী। এজন্য ভাঙন কবলে পড়তে পারেন নদী তীরের বাসিন্দারা।
 
রংপুরের মিঠাপুকুর উপজেলার জাফরপুরে ঘাঘট নদীতে শ্যালো মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু তোলার মহোৎসব।

এলাকাবাসীর অভিযোগ, বালু দিয়ে ভরাট করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন পুকুর। আর এ কাজে অনুমতি মিলেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের। যদিও সামাজিক দায়বদ্ধতার দোহাই দিয়ে স্বীকারও করেছেন তিনি।
 
একই চিত্র উপজেলার দমদমা, বড়বালা, হোসেন নগরসহ ঠাকুরবাড়ির বিভিন্ন স্থানে। অবৈধভাবে চলছে বালু উত্তোলন। দেদারছে বালুর গাড়ি চলায় সড়কের বেহাল দশা। আর ধূলায় নাভিশ্বাস স্থানীয়দের।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ বালু তোলায় নদী হারাচ্ছে তার গতিপথ। সৃষ্টি হচ্ছে ভাঙনের। যদিও কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

গেল মাসে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসন। যাতে দুই বালু ব্যবসায়ীকে জরিমানা করা হয় দুই লাখ টাকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরের | ঘাঘট | নদীতে | বালু | উত্তোলনের | মহোৎসব