দেশজুড়ে

জমি দখলের জালিয়াতি মামলায় অগ্রণী ব্যাংকের ২ কর্মকর্তা আটক

নজরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জমি দখলের জালিয়াতি ও ব্যাংকে ভুয়া একাউন্ট খুলে অর্থ আত্মসাৎ করার চেষ্টায় দায়ের করা মামলায় অগ্রণী ব্যাংকের আগারগাঁও শাখার ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পঞ্চগড় জেলা কারাগারে রয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার। 

তিনি জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) পঞ্চগড় আদালতে জামিন নিতে এসে তারা আটক হন। এ ছাড়াও, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় একই দিনে পঞ্চগড়ের এক অধ্যক্ষ মো. দিলদার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মামলার বাদি বাংলাদেশ সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আব্দুল বাকীর পরিবার অভিযোগ করেছে, একটি চক্র জালিয়াতির মাধ্যমে তার জমি দখলের চেষ্টা করেছে। তারা ভুয়া কাগজপত্র, বায়নামা ও এফিডেভিট তৈরি করে মির্জা আব্দুল বাকীর নামে পঞ্চগড়ে মিথ্যা মামলা দায়ের করে। একই সাথে অগ্রণী ব্যাংকে ভুয়া একাউন্ট খুলে দেশের বিভিন্ন জেলায় চেক পাঠিয়ে অর্থ উত্তোলনের চেষ্টা চালায়।

পুলিশ জানায়, চক্রটি প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করতে গিয়ে ধরা পড়ে। মামলায় আসামী করা হয় আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, জসিম উদ্দীনসহ আরও ৬ জনকে। এদের সহযোগী হিসেবে ব্যাংকের দুই কর্মকর্তা ফিরোজ উদ্দিন ও শাহবুদ্দিন মাহমুদকে আটক করা হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের খবর, ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় এই চক্র পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাও, পাবনা, বরিশালসহ বিভিন্ন এলাকায় প্রতারণার ঘটনা ঘটিয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার শীল জানান, দীর্ঘদিন পলাতক থাকা অধ্যক্ষ মো. দিলদার হোসেনকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদি মির্জা আব্দুল বাকী জানান, একটি ভুয়া চেক নিয়ে তাদের বিরুদ্ধে প্রতারণার চেষ্টা হওয়ায় তিনি মামলা দায়ের করেছেন।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #অর্থ আত্মসাৎ #গ্রেপ্তার