আর্কাইভ থেকে করোনা ভাইরাস

কোভ্যাক্সের টিকা রোহিঙ্গাদের দেয়ার প্রস্তাব জাতিসংঘের

কোভ্যাক্সের টিকা রোহিঙ্গাদের দেয়ার প্রস্তাব জাতিসংঘের

রোহিঙ্গা শিবিরে করোনা শনাক্ত ছাড়িয়েছে ১৪ শতাংশ। এই পরিস্থিতিতে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকা রোহিঙ্গাদের দেয়ার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। তবে পররাষ্ট্র সচিবের সাফ জবাব, তাদের জন্য আলাদা ভাবে টিকা যোগাড় করতে হবে ইউএনএইচসিআরকে।
 
গেল বছর শুরু থেকেই রোহিঙ্গাদের করোনার থাবা থেকে মুক্ত রাখতে পারলেও এবছর তা সম্ভব হয়নি। সবশেষ তথ্য অনুযায়ী কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গাদের করোনা শণাক্তের হার ১৪ শতাংশ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার। তাই রোহিঙ্গাদের টিকার আওতায় আনতে চায় বাংলাদেশ ও জাতিসংঘ। যদিও সংস্থাটি দাবি করেছে কোভেক্সের মাধ্যমে বাংলাদেশ যে টিকা পাবে তা যেন রোহিঙ্গাদের দেয়া হয়। তবে বাংলাদেশের দাবি রোহিঙ্গাসহ স্থানীয়দের টিকার আলাদা ব্যবস্থা করতে হবে ইউএনএইচসিআরকেই।

পররাষ্ট্র সচিব জানান, বর্ষা মৌসুম শেষ হলেই জাতিসংঘ কাজ শুরু করবে ভাসানচরে। এনিয়ে বৃহপসতিবার আলোচনায় বসবে কমিটি। যেখানে কার্য প্রক্রিয়া চূড়ান্ত হবে।

বাংলাদেশ আশা করছে, কোন ধরনের সংঘাতে যেন রোহিঙ্গারা না জড়ায় সেজন্য কক্সবাজারসহ ভাসানচরের ক্যাম্পগুলো ঘিরে দেয়া হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন কোভ্যাক্সের | টিকা | রোহিঙ্গাদের | দেয়ার | প্রস্তাব | জাতিসংঘের