আর্কাইভ থেকে ফুটবল

৬ গোলেও খেলার ফলাফল অমীমাংসিত

৬ গোলেও খেলার ফলাফল অমীমাংসিত
ফিফা কাতার বিশ্বকাপের নবম দিনের প্রথম খেলায় ৩-৩ গোলে ড্র করেছে সার্বিয়া ও ক্যামেরুন। ৬ গোলেও খেলার ফলাফল অমীমাংসিত। খেলা শুরুর ২৯ মিনিটের মাথায় গোল করে ক্যামেরুনকে এগিয়ে নেন জানচার্লস ক্যাসটেলোট। প্রথমার্ধের নির্দিষ্ট টাইমের খেলা শেষে অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিটের ব্যবধানে পর পর দুইটি গোল করে সার্বিয়াকে এগিয়ে নিয়ে যান স্ট্রাহিনজা পেভলোভিক ও মিলিনকোভিক সেভিক। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৩ মিনিটের মাথায় সার্বিয়ার হয়ে আরও একটি গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নিয়ে যান আলেকজান্ডার মিটরোভিক। দল যখন ৩-১ এ পিছিয়ে তখন তার ঠিক ১০ মিনিট পরেই ৬৩ মিনিটে গোল করে ব্যাবধান কমান ভিনসেনট আবুবকর এবং ৩ মিনিট পরেই ৬৬ মিনিটে আবার গোল করে দলকে সমতায় নিয়ে যান বায়ার্ন মিউনিখের হয়ে খেলা সেন্টার ফরোয়ার্ড চুপা-মোন্টিং। তারপর দুইদলই গোলের অনেক চেষ্টা করলেও গোল করতে পারেনি কোন দল। যার ফলে ৩-৩ গোলে অমীমাংসিত ফলাফল নিয়ে মাঠ ছাড়তে হয় দল দুইটিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৬ | গোলেও | খেলার | ফলাফল | অমীমাংসিত