আর্কাইভ থেকে দেশজুড়ে

সাতক্ষীরাতে করোনায় মারা গেছে আরও ৫ জন, শনাক্ত ১১১

সাতক্ষীরাতে করোনায় মারা গেছে আরও ৫ জন, শনাক্ত ১১১

করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে সাতক্ষীরায় গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানা গেছে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় মাসুদা নামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১২৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, গত ২৪ ঘণ্টায় নুতন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১১ জন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুইজন ও উপসর্গে মারা গেছেন তিনজন। তারা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন সাতক্ষীরাতে | করোনায় | মারা | গেছে | আরও | ৫ | জন | শনাক্ত | ১১১