আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে টানা চতুর্থ দিন লাখের নিচে করোনা সংক্রমণ

ভারতে টানা চতুর্থ দিন লাখের নিচে করোনা সংক্রমণ

ভারতে ধীরে ধীরে করোনা মহামারির সংক্রমণ কমে যাচ্ছে। সংক্রমণের হার টানা চতুর্থ দিনের মতো লাখের নিচে গুণেছে দেশটি। যে সংখ্যা কয়েকদিন আগেও প্রতিদিন তিন লাখের বেশি ছিলো। তবে এখনো মৃত্যুর হার তিন হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৯১ হাজার ২৬৬ জন এবং মারা গেছে তিন হাজার ৪০২ জন।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে সর্বোচ্চ ছয় হাজার ১শ ৪৮ জন। যা একদিনে  করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড।

ভারতে টানা তিন দিন ধরে পাঁচ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। একদিন আগে সংক্রমণের সংখ্যাটি ছিলো ৯৩ হাজার ৮৯৬, আট জুন ছিলো ৯১ হাজার ২২৭ এবং এর একদিন আগে সাত জুন ছিলো ৮৭ হাজার ৩৪৫ জন।

ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দুই কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন। আর মারা গেছে তিন লাখ ৬৩ হাজার ৯৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন।

ভারতে মোট ২৩ কোটি ৯০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | টানা | চতুর্থ | দিন | লাখের | নিচে | করোনা | সংক্রমণ