আর্কাইভ থেকে দেশজুড়ে

সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা

সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা

সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুন) ভোরে হারুলিয়া এলাকা থেকে অজ্ঞাত ঐ দুই যুবকের মরহদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, তাদেরকে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য মেলেনি।

একসাথে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার হলো।
 
এদিকে, নাটোরের বড়াইগ্রামে গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। পরকীয়ার প্রতিশোধ নিতে তাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে প্রতিবেশী মতিউর রহমান।

গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। পাঁচজনের মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অপর দুজন আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সাভারে | অজ্ঞাত | দুই | যুবককে | কুপিয়ে | হত্যা