আর্কাইভ থেকে ঢালিউড

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা 'রেহানা মরিয়ম নূর'

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা 'রেহানা মরিয়ম নূর'

কানের মর্যাদাপূর্ণ 'আঁ সার্তে রিগার' বিভাগে মনোনীত হয়ে বিস্ময় সৃষ্টি করেছে বাংলাদেশের ছবি 'রেহানা মরিয়ম নূর'। এতে পুরস্কার জিতলে তৈরি হবে নতুন ইতিহাস।
 
বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসব। যেখানে প্রযোজক-পরিচালক-শিল্পীদের মিলন ঘটে তো বটেই হয় সিনেমার বিকিকিনিও। আসছে ৬ জুলাই দক্ষিণ ফ্রান্সের পালো দো ফেষ্টিভালে উঠবে ৭৪তম কান উৎসবের পর্দা। যেখানে আঁ সার্তে রিগার বিভাগে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের ছবি রেহানা মরিয়ম নূর। ১ ঘন্টা ৪৭ মিনিটের সিনেমাটিতে নাম ভুমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

এবার পুরো বিশ্ব থেকে আঁ সার্তে রিগার বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র ১৮টি ছবি। যার একটি পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর। গল্পের নায়িকা জানালেন বাঁধন থেকে মরিয়ম হয়ে ওঠার গল্প। রেহানা মরিয়ম নূর পরিচালক সাদের দ্বিতীয় ছবি। এর আগে লাইফ ফ্রম ঢাকা নির্মাণ করেন তিনি। আঁ সার্তে রিগার বিভাগে নির্বাচিত হওয়ায় ছবির পুরো টিমকে অভিনন্দন জানাচ্ছেন দেশের শিল্পী-নির্মাতারা।
 
কানের সর্বোচ্চ সম্মাননা পাম দো'র পরে সবচেয়ে সম্মানজনক পুরস্কার আ সার্তে বিভাগ। আর তাই দিনশেষে যদি সেরার স্বীকৃতি না মেলে তাতে মোটেই দুঃখ থাকবে না বললেন ছবির মরিয়ম।
 
২০০২ সালে কান উৎসবে ডিরেক্টর'র ফোর্টনাইটে স্থান পেয়ে ফিপরেস্কি পুরস্কার পায় তারেক মাসুদের মাটির ময়না। এবার যদি রেহানা মরিয়ম নূর জেতে পুরস্কারটি তবে ইতিহাসের অংশ হবে লাল-সবুজের বাংলাদেশ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন কান | চলচ্চিত্র | উৎসবে | বাংলাদেশি | সিনেমা | রেহানা | মরিয়ম | নূর