আর্কাইভ থেকে আবহাওয়া

কমতে পারে রাতের তাপমাত্রা

কমতে পারে রাতের তাপমাত্রা
এখন থেকে ক্রমেই কমতে পারে রাতের ও দিনের তাপমাত্রা। একদিনের মধ্যে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির যে প্রবণতা ছিল তা আপাতত দূর হয়েছে। জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। বুধবার (৩০ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়া, ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সেখানে তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন কমতে | পারে | রাতের | তাপমাত্রা