আর্কাইভ থেকে ফুটবল

কোপা আমেরিকার ২৮ সদস্যের আর্জেন্টিনা দলে নেই দিবালা

কোপা আমেরিকার ২৮ সদস্যের আর্জেন্টিনা দলে নেই দিবালা

কোপা আমেরিকার জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে জায়া হয়নি সেভিয়ার লুকাস ওকাম্পোস, ভিয়ারিয়ালের হিয়ান ফয়থ ও জুভেন্টাসের পাউলো দিবালা। তবে কোভিড থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠা গোলরক্ষক ফ্রাংকো আরমানি জায়গা পেয়েছেন।

চিলির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে কদিন আগেই মাঠে নেমেছিলেন ওকাম্পোস। যদিও তাকে পুরো ম্যাচ খেলাননি কোচ স্কালোনি। ফয়েথ চিলির সঙ্গে প্রথম একাদশে থাকলেও কলম্বিয়ার বিপক্ষে নেমেছিলেন শেষ দিকে। তার ভুল থেকেই শেষ মুহূর্তে গোল খায় আর্জেন্টিনা। এবার তাকে রাখা হয়নি দলে। দিবালা অবশ্য গত মৌসুম বেঞ্চেই কাটিয়েছেন বেশি, গত কিছুদিনেও খেলেননি জাতীয় দলে। এবারও উপেক্ষিত থেকে গেলেন কোপায়। 

আরমানি কোভিড আক্রান্ত হয়ে গত দুই ম্যাচে দলের বাইরে ছিলেন। কিন্তু তাকে কোপায় রেখেছেন কোচ। সবশুদ্ধ রাখা হয়েছে চার জন গোলরক্ষককে। 

গোলরক্ষক
এমি মার্টিনেজ, ফ্রাংকো আরমানি, অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসো 

ডিফেন্ডার 
গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা, মার্টিনেজ কোয়ার্তা, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, নাহুয়েল মলিনা 

মিডফিল্ড 
লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, গুইদো রদ্রিগেজ, জিওভান্নি লে সলসো, নিকোলাস গঞ্জালেজ, এজেকিয়েল প্যালাসিওস, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল কোরেয়া, নিকোলাস ডমিঙ্গেজ

ফরোয়ার্ড
লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লাউতারো মার্টিনেজ, হোয়াকেন কোরেয়া, লুকাস আলারিও

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | আমেরিকার | ২৮ | সদস্যের | আর্জেন্টিনা | দলে | নেই | দিবালা