মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল আলীম (২৬) ও দীপক হালদার (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক।
আজ শনিবার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান-বাঘজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
আব্দুল আলীম শিবালয়ের দক্ষিণ পাচুরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং দীপক হালদার কান্দা সাকরাইল এলাকার দীনেশ চন্দ্র হালদারের ছেলে।
ওসি বলেন, ‘অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে মরদেহ নিয়ে যশোর যাচ্ছিলো। মূলজান-বাঘজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জন নিহত হন। আহত হন একজন।’
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেখ সোহান