আর্কাইভ থেকে খেলাধুলা

মেসির ক্যারিয়ারের হাজার তম ম্যাচ

মেসির ক্যারিয়ারের হাজার তম ম্যাচ
বর্তমান ফুটবল বিশ্বে যদি বলা হয় আইকনিক নম্বার ১০ কে? নিঃসন্দেহে উঠে আসবে লিওনেল মেসির নাম। এবার সহ এই আইকনিক নম্বর ১০ খেলেছেন মোট ৫ টি বিশ্বকাপ।গোল করেছেন মোট ৮ টি। কিন্তু সেই সব গোল গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে। নক আউটে মঞ্চে এখন পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। মেসির বিশ্বকাপ অভিষেক হয় ২০০৬ সালে। সে বছর তিনি সার্বিয়ার বিপক্ষে খেলে ছিলেন মাত্র ১৮ মিনিট। আর এর মধ্যে ১ টি গোলের দেখা পান তিনি। এরপর ২০১০ সালের ওয়ার্ল্ড কাপে তো মেসির ভাগ্য ছিল আরো খারাপ। সে বছর প্রতিটি ম্যাচের শুরু থেকে খেলেন তিনি। কিন্তু পান নি কোন গোলে দেখা। মেসির ক্যারিয়ারে সব থেকে ভালো বিশ্বকাপ ছিল ২০১৪ সালে। সে বছর ব্রাজিলের মাটিতে দারুন ছন্দ দেখিয়ে তিনি দলকে নিয়ে ছিলেন ফাইনালে। সে বছরও গ্রুপ পর্বের পরে আর গোলের দেখা পান নি তিনি। অথচ গ্রুপ পর্বের তিন ম্যাচেই করেছিলেন গোল। ২০১৮ বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি মেসির। নাইজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি দলকে গ্রুপ পর্ব থেকে নক আউটের মঞ্চে নিলেও ফ্রান্সের বিপক্ষে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয় তার দলকে। নক আউটে গোলের দেখা না পেলেও পেয়েছেন ৪ টি গোলের প্রধান সহযোগী ছিলেন মেসি। যারমধ্যে ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি, ২০১৪ বিশ্ব কাপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একটি আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জালের দেখা পাওয়া দুটি অ্যাসিস্ট করেন। এবার ফিফা কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই ম্যাচে গোল পেয়েছেন মেসি। আজ শনিবার(৩ ডিসেম্বর) থেকে শুরু হবে নক আউট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে তিনি পারবেন কি তার ক্যারিয়ারের অপূর্ণতা পূর্ণ করতে? আজ ক্যারিয়ারে ১০০০ তম ম্যাচ খেলতে নামবেন মেসি।  ক্লাবের হয়ে শত শত গোলর পূর্ণতা থাকলে বিশ্বকাপে নক আউটের মঞ্চে বড় টিমের বিপক্ষে তিনি গোল করতে পারেন না। এই অপবাদ থেকে কি মুক্তি পাবেন আইনিক নাম্বার ১০?  

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | ক্যারিয়ারের | হাজার | তম | ম্যাচ