আর্কাইভ থেকে বাংলাদেশ

বিজেপি ছেড়ে আবারো তৃণমূলে মুকুল রায়

বিজেপি ছেড়ে আবারো তৃণমূলে মুকুল রায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একই সঙ্গে যোগ দিলেন তার ছেলে শুভ্রাংশু রায়ও। শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তর তৃণমূল ভবনে মুকুল রায়কে আবারও দলে নিলেন দলীয় সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘরের ছেলের ঘরে ফিরেছে।

মমতা বন্দোপাধ্যায় বলেন, তৃণমূল পরিবারের সদস্য ছিলেন মুকুল রায়। আজ নিজের ঘরে ফিরতে পেরে শান্তি পেলেন তিনি। মুকুল গাদ্দার নয়। ভোটের সময় তৃণমূলের বিপক্ষে কোনো কথা বলেনি। তবে, যারা দলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দলে ফেরত নেওয়া হবে না।

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপির ভরাডুবি হয়েছে। মমতার রাজনীতির কাছে পাত্তা পায়নি নরেন্দ্র মোদি-অমিত শাহের ক্যারিশম্যাটিক জুটি। ভোটের আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন অনেকেই তৃণমূলে ফিরতে চাইছে। ওই তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম মুকুল রায়।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায়। বর্তমানে এ পদে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলের হাত ধরেই মণিপুর, ত্রিপুরা এবং বিহারে প্রভাব বিস্তার হয়েছিল তৃণমূল কংগ্রেসের। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে সেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি।

মুকুল বলেন, আমার পুরোনো ঘরে ফিরে এসেছি। আমার ভালো লাগছে। তবে বলে রাখি, আগামীতে ভারতকে পথ দেখাবে বাংলা। তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি কেন বিজেপি ছাড়লাম তা পরে জানাবো।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিজেপি | ছেড়ে | আবারো | তৃণমূলে | মুকুল | রায়