আর্কাইভ থেকে ক্রিকেট

দুইশ না করেই অলআউট ভারত

দুইশ না করেই অলআউট ভারত
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ২০০ রানও করতে পারেনি ভারত। সবউইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন লোকেশ রাহুল। রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম ইকবালের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া অধিনায়ক লিটন দাস। মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং উদ্বোধন করান তিনি। কাটার মাস্টার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। যার ফলশ্রুতিতে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে বাঁহাতি স্পিনার মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। দারুণ বোলিং করলেন গতিময় পেসার ইবাদত হোসেন। অবদান রাখলেন অন্যরাও। তাতে ভারতকে কম রানেই থামাল বাংলাদেশ। ৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। ভারতের ইনিংসে পঞ্চাশ রানের জুটি একটি, পঞ্চাশ রানের ইনিংসও একটি। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। দলের আর কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। ৩৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার সাকিব। দারুণ সব শর্ট বল করা ইবাদত ৪ উইকেট নেন ৪৭ রানে। মিরাজ নেন একটি উইকেট। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। শুরুতে একটু খরুচে হলেও শেষ দিকে ভালো করেন হাসান মাহমুদও। ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে লিটন দাস ছিলেন দুর্দান্ত। বোলিং পরিবর্তন, ফিল্ডিং পজিশন ঠিক করা- সব কিছুই ছিল দারুণ। চমৎকার একটা ক্যাচও ধরেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন দুইশ | করেই | অলআউট | ভারত