আর্কাইভ থেকে দেশজুড়ে

যশোরে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

যশোরে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ জন।

রোববার শনাক্তের হার ৪২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মে মাসের তুলনায় চলতি শনাক্তের হার অনেক বেশি। বিশেষ করে কয়েক দিন ধরে যশোর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ বেড়েছে। এদিকে করোনা ডেডিকেটেড ইউনিটে ৮০ শয্যার ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ৬৩ জন ।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলে জানা গেছে।

করোনার ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না ঠিকমতো। ফলে স্থানীয়রা উদ্বেক প্রকাশ করেছেন। প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সংক্রামণ প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন যশোরে | একদিনে | করোনায় | ৩ | জনের | মৃত্যু