আর্কাইভ থেকে আইন-বিচার

জঙ্গি ছিনতাই: ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জঙ্গি ছিনতাই: ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে আদালত চত্বর থেকে  ছিনিয়ে নেয়ার ঘটনায় ১০ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, আরাফাত রহমান, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর ও রশিদুন্নবী ভূঁইয়া। আজ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখতে মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলে আদালত এ আদেশ দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে। উল্লেখ্য, গেলো ২০ নভেম্বর দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিতে ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।  

এ সম্পর্কিত আরও পড়ুন জঙ্গি | ছিনতাই | ১০ | আসামিকে | কারাগারে | পাঠানোর | নির্দেশ