আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ব্রিটেনে বাড়ছে করোনার বিধিনিষেধের মেয়াদ

ব্রিটেনে বাড়ছে করোনার বিধিনিষেধের মেয়াদ

ব্রিটেনে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়্যান্ট ডেল্টার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে জুলাই নাগাদ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সরকারি পরিকল্পনা ছিল। তবে ভারতীয় ভ্যারিয়্যান্টের হুমকির মুখে তা আরও অন্তত চার সপ্তাহ পিছিয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব করতে প্রস্তুত রয়েছে তাঁর সরকার। লকডাউনের বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকারকে আরো অপেক্ষা করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ।

ব্রিটেনে গেল ফেব্রুয়ারি থেকে সাত জুন পর্যন্ত ৩৩ হাজার ২০৬ জনের ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫৭৩ জনই টিকা নেয়নি। টিকার পুরো ডোজ নিয়েছে এক হাজার ৭৮৫ জন। টিকার একটি ডোজ নিয়েছে সাত হাজার ৫৫৯ জন। বাকিদের টিকা নেওয়ার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এদিকে, ব্রিটেনে ডেল্টা ভ্যারিয়্যান্টের ক্রমবর্ধমান সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন প্রশাসনেও। বাইডেন প্রশাসনের শঙ্কা, ব্রিটেনে যেভাবে ভারতীয় ভ্যারিয়্যান্ট দ্রুত ছড়িয়ে পড়েছে তাতে আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রেও করোনার আরেকটি ঢেউ তৈরি করতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এবং শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট করোনা সংক্রমণের ছয় শতাংশের বেশি ডেল্টা ভ্যারিয়্যান্টের। অনেকটা এর আগে ব্রিটেনে যেভাবে এই সংখ্যা বেড়েছে সেভাবে বাড়ছে যুক্তরাষ্ট্রেও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রিটেনে | বাড়ছে | করোনার | বিধিনিষেধের | মেয়াদ