আর্কাইভ থেকে বিএনপি

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সকাল ৭টা নাগাদ ‘বিএনপি মিডিয়া সেলে’ প্রকাশিত একটি ভিডিওতে ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘চার জন নিচে ছিল, চার জন উপরে এসেছিল। তাদের বললাম আপনার কেন এসেছেন, তারা বলেছেন উপরের নির্দেশে এসেছি। তাদের একটাই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি। মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন। যে কাপড় পরেছিলেন সেভাবেই টুকটাক ওষুধ নিয়ে চলে গেছেন।’ রাহাত আরা বেগম বলেন, ‘ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।’ এদিকে রাত ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শায়রুল কবির খান।

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা | ফখরুলকে | বাসা | তুলে | নেয়ার | অভিযোগ