আর্কাইভ থেকে জাতীয়

রাজধানীতে দেখা মিলছে না বাসের

রাজধানীতে দেখা মিলছে না বাসের
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রত্যেকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে কারওয়ান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রতিটি সড়কে রিকশা, সিএনজি অটো রিকশার দাপট রয়েছে। বেশি ভাড়ায় তারা যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তাই অনেক মানুষ হেঁটেই যার যার কর্মস্থলে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা কাউকে কোথাও যেতে বাধা দেইনি। সন্দেহ হলে আমরা তাকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | দেখা | মিলছে | বাসের