আর্কাইভ থেকে ক্রিকেট

আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক

আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক

চলতি বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
 
প্রথম চার মাসে পুরস্কারের জন্য বাংলাদেশি কেউই মনোনীত হননি। কিন্তু পঞ্চম মাসে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম মনোনীত হন। পরে দর্শকদের ভোটে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার হাতে তোলেন। মুশফিকের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। 

গেল মে মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেন মুশফিক। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে করেছিলেন ২৩৭ রান। যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর দ্বিতীয় ম্যাচে তার উইলো থেকে বের হয়ে আসে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরাদের হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৮ রানের বেশি করতে না পারলেও সিরিজ সেরার পুরস্কার নিজের হস্তগত করেন মুশফিক।

এদিকে মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় থাকা হাসান জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দারুণ সময় পার করেছেন। যেখানে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। তালিকায় থাকা আরেক ক্রিকেটার জয়াবিক্রমা দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন।

মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (নারী)’ – নির্বাচিত হয়েছেন কেথেন ব্রাইসি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসির | মে | মাসের | সেরা | খেলোয়াড় | মুশফিক