আর্কাইভ থেকে খেলাধুলা

‘ক্রিকেটারদের খেলা না দেখে ঘুমাতে বললেন ডমিঙ্গো’

‘ক্রিকেটারদের খেলা না দেখে ঘুমাতে বললেন ডমিঙ্গো’
ফিফা কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার রাত ১ টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গোটা বিশ্বের নজর থাকবে এই ম্যাচের দিকে। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এর বাইরে নয়। সাকিব আল হাসান সহ বেশ কিছু আর্জেন্টিনার ভক্ত রয়েছে বাংলাদেশ দলে। এদিকে আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের টচ অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকেটারদের রাত জেগে খেলা না দেখে ঘুমানোর নির্দেশ দিলেন এক সংবাদ সম্মেলনে । তিনি বলেন, ‘তাদের (ক্রিকেটারদের) অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে, এটা সোজা কথা। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে বোকামির মতো কাজ। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, সেটা হবে হতাশার। ওরা যদি এটি করে আমি খুবই হতাশ হব, খুবই হতাশ হবো।’

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিকেটারদের | খেলা | দেখে | ঘুমাতে | ডমিঙ্গো