আর্কাইভ থেকে ফুটবল

গ্যালারিতে বসে মেসিদের গোল উপভোগ করলেন রোনালদিনহো

গ্যালারিতে বসে মেসিদের গোল উপভোগ করলেন রোনালদিনহো
অপেক্ষা কেবল আর একটি জয়ের! তারপরই ঘুচে যাবে ৩৬ বছরের খরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতেই কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েটদের ৩-০ গোলে বিধ্বস্ত করে এই পথের শেষ প্রান্তে পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই আলবিসেলেস্তারা। আলবিসেলেস্তেদের প্রথম গোলের স্বাদ দেন লিওনেল মেসি। এরপর জুলিয়ান আলভারেজের জোড়া গোলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। বিশ্বকাপের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। শুধু তাই নয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জুলিয়ান আলভারেজের প্রথম গোলের পর করতালির মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। এ দিন রোনালদিনহো হয়তো তার প্রিয় দেশ ব্রাজিলকে মিস করেছেন ঠিকই। কিন্তু প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ও তাকে ছুঁয়ে গেছে। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের গুণমানের প্রশংসা করতেই পারেন তিনি। ২২ বছর বয়সী আলভারেজ নিজেদের প্রান্ত থেকে দুর্দান্তভাবে ছুটে ক্রোয়েশিয়ান রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়ান। এই গোলটিকে ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিয়েগো ম্যারাডোনার করা গোলটির সঙ্গে সামাজিক মাধ্যমে তুলনা করেছেন অনেক ভক্ত। আলভারেজের এ গোলটি কিংবদন্তি রোনালদিনহোর কাছ থেকেও সাধুবাদ পেয়েছে। ভিডিওতে আলভারেজের গোলটি হওয়ার পর লুসাইল স্টেডিয়ামে বসে থাকা ৪২ বছর বয়সী এই কিংবদন্তিকে হাসিমুখে হাততালি দিতে দেখা গেছে। এ সময় রোনালদিনহোর পুরনো সতীর্থ কাফুও উপস্থিত ছিলেন। এ ছাড়া বার্সেলোনার সতীর্থ লিওনেল মেসির অসাধারণ খেলা দেখেও খুশি হয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এ দিন মেসি পেনাল্টি কিক থেকে এক গোল আদায় করে নেন। এ ছাড়া তার এক অ্যাসিস্টের সঙ্গে জুলিয়ান আলভারেজের জোড়া গোলে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পায় লিওনেল স্কালোনির দল। বুধবারের (১৪ ডিসেম্বর) ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচে বিজয়ী দলের সঙ্গে রোববার (১৮ ডিসেম্বর) শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্যালারিতে | বসে | মেসিদের | গোল | উপভোগ | রোনালদিনহো