আর্কাইভ থেকে আন্তর্জাতিক

মদ্যপানে প্রাণ গেলো ৬১ জনের

মদ্যপানে প্রাণ গেলো ৬১ জনের
ভারতের বিহার রাজ্যের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সংবাদসংস্থা এএনআইের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ছয় বছরের মধ্যে বিহারে বিষাক্ত পানীয় পানে এই মৃত্যুর তালিকা দীর্ঘ। ২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রাজ্যটিতে মদ বিক্রি ও পান নিষিদ্ধ করেছিলেন। বিহার ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর ফলে কালোবাজারে স্স্তায় মদ বিক্রি চলে এবং প্রায়ই মদ পানে মৃত্যুর খবর আসে। গেলো মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সারান জেলায় মদ্যপায়ী কয়েক জন বমি শুরু করে। পরে তাদের অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেয়ার পথেই কয়েক জনের মৃত্যু হয়। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারও কয়েকজন চিকিৎসারত অবস্থায় মারা যায়। এদিকে মৃতদের পরিবারকে কোনো ধরনের আর্থিক অনুদান না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিশিত কুমার। তিনি বলেন, রাজ্যের নিষেধাজ্ঞা থাকে এমন বিষয়ে জনগণের ‘আরো সতর্ক’ হওয়া উচিত। এর আগে গত আগস্টে সারান জেলাতেই গোপনে মদ পানে পাঁচ জন মারা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন মদ্যপানে | প্রাণ | গেলো | ৬১ | জনের