নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে। এছাড়া ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭০ শতাংশ।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার ৬০ জন, সোনাইমুড়ীর ৭ জন, বেগমগঞ্জের ১৫ জন, কোম্পানীগঞ্জের ৮ জন, চাটখিলের ২ জন, সেনবাগে ৫ জন, ও কবিরহাটের ৪ জন। এ ছাড়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৪৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মুনিয়া