আর্কাইভ থেকে দেশজুড়ে

ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ পুলিশ আহত

ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ পুলিশ আহত

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ ছয়জন পুলিশ সদস্যসহ ২০ জন  আহত  হয়েছে।

এঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান, বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম, মহানগর সাধারণ সম্পাদক তানবীর আহমদ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭জুন) দুপুরে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ চরকালিবাড়িতে ছাত্রদলের সভা নিয়ে বিরোধে এই সংর্ঘষ হয়।

ছাত্রদল নেতাদের অভিযোগ, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে চরকালীবাড়ি মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।সেখানে বিনা উসকানিতে পুলিশ হামলা করে।

কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেছেন, করোনাকালে সরকারি বিধি-নিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছে। পুলিশ সেখানে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে।

এক পর্যায়ে ফাঁকা গুলিবর্ষণ এবং টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন ময়মনসিংহে | পুলিশছাত্রদল | নেতাকর্মীদের | ধাওয়াপাল্টা | ধাওয়ায় | ৬ | পুলিশ | আহত