আর্কাইভ থেকে অপরাধ

পঁচা গম দিয়ে আটা-ময়দা তৈরির অপরাধে কারখানা সিলগালা

পঁচা গম দিয়ে আটা-ময়দা তৈরির অপরাধে কারখানা সিলগালা

কুষ্টিয়ায় আমদানি করা পঁচা নিম্নমানের গম মিশিয়ে, আটা-ময়দার তৈরির করার অপরাধে সিআরপি নামে একটি ফ্লাওয়ার মিল বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭জুন) বিকেলে, শহরের স্টেশন রোডে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

 

কুষ্টিয়া ভোক্তা অধিকারের সহকারি পরিচালক রকিবুল হাসান জানান, আমদানি করা পঁচা গম দিয়ে আটা, ময়দা ও সুজি উৎপাদন করা হতো কারখানাটিতে।

 

স্থানীয়রা জানান, চকচকে মোড়কে এই আটা বিক্রি করা হতো সেরা আটা-ময়দা হিসেবে। পরে অনিয়মের অভিযোগে মিলটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পঁচা | গম | দিয়ে | আটাময়দা | তৈরির | অপরাধে | কারখানা | সিলগালা