আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩

টাঙ্গাইলে করোনা পরিস্থিতি উর্দ্ধমূখী। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

এদিকে ৩১৩টি নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫৪ জন, দেলদুয়ারে ৬ জন, সখীপুরে ১ জন, মির্জাপুরে ১০ জন, বাসাইলে ৮ জন, কালিহাতীর ২০ জন, ঘাটাইলে ৮ জন, মধুপুরে ১ জন, ভূঞাপুরে ৩ জন ও গোপালপুরে ২ জন। জেলায় আক্রান্তের হার ৩৬.১০ ভাগ।

 টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৭১জন। সর্বমোট মারা গেছেন ৯৬জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন জানান, গত একমাস ধরে জেলায় করোনার  প্রকোপ বেড়েছে। আমরা কঠোর বিধি নিষেধ আরোপ করার বিষয়ে চিন্তাভাবনা করছি।

জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আমরা সকলে মিলে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। সেই সাথে যারা স্বাস্থ্যবিধি মানছেনা তাদের বিরদ্ধে জরিমানা করা হলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছেনা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | করোনায় | একজনের | মৃত্যু | নতুন | আক্রান্ত | ১১৩