আর্কাইভ থেকে বাংলাদেশ

উইম্বলডন ও টোকিও অলিম্পিকে দেখা যাবে না নাদালকে

উইম্বলডন ও টোকিও অলিম্পিকে দেখা যাবে না নাদালকে

উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। 

বৃহস্পতিবার (১৭ জুন) নিজের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। শরীরকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

১৩ বারের ফরাসি ওপেন জয়ী নাদাল এবার প্রথম সেটে জিতলেও নোভাক জোকোভিচের কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়েন। 

নাদাল টুইটারে লিখেন, এ বছরের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছি না। সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমি টেনিস জীবনকে আরও দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলে নিজেকে খুশি রাখতে চাই। এই দু’মাসে প্রচুর পরিশ্রম করেছি। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন উইম্বলডন | ও | টোকিও | অলিম্পিকে | দেখা | নাদালকে