আর্কাইভ থেকে ক্রিকেট

নবম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে শতক মিজানুরের

নবম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে শতক মিজানুরের

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া গেছে বৃহস্পতিবার (১৭ জুন)। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।

চলতি ডিপিএলে প্রথম এবং সব মিলিয়ে নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন ২৯ বছর বয়সী মিজানুর। এর আগে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক, তামিম ইকবাল, পারভেজ হোসেন, নাজমুল হোসেন ও মোহাম্মদ নাঈম।

এদের মধ্যে একাধিক সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম করেছেন তিন সেঞ্চুরি। যেখানে একটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে (২০১৬ বিশ্বকাপে), অন্য দুইটি ঘরোয়া ক্রিকেটে। নাজমুলের দুটি সেঞ্চুরিই ঘরোয়া টি-টোয়েন্টিতে।

উল্লেখ্য, বৃষ্টির আগে মিজানুর ৬৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ১৩টি বাউন্ডারি ও ৩ ছক্কার সাহায্যে। খেলা থামার আগে ব্রাদার্সের দলীয় সংগ্রহ ২ উইকেটে ১৩৩।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নবম | বাংলাদেশি | হিসেবে | টিটোয়েন্টিতে | শতক | মিজানুরের