আর্কাইভ থেকে অপরাধ

প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব কেড়ে নিতো ছিনতাইকারীরা, গ্রেপ্তার ৫

প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব কেড়ে নিতো ছিনতাইকারীরা, গ্রেপ্তার ৫

গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব কেড়ে নেয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকার।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২০শে মে রাত সাড়ে নয়টার দিকে আরিফ নামে এক ব্যাক্তিকে পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেট কারে উঠায় ছিনতাইকারীরা। তার সঙ্গে পথচারী বেশে আরেকজন উঠে সেই গাড়িতে।  গাড়িটি বিমানবন্দর সড়ক হয়ে সামনের দিকে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পরই  ওই প্রাইভেটকারে আগে থেকে বসে থাকা দু’জন এবং আরিফুলে সঙ্গে ওঠা একজন ছিনতাইকারীরা আরিফুলের গলায় ছোরা চেপে ধরে।এক পর্যায়ে তাকে মারধোর করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিকাশে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে গাজীপুরে নির্জন এলাকায় আরিফকে ফেলে দেয় ছিনতাইকারীরা

এই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও সিটি ফিলিং স্টেশন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।

এসময় ছিনতাইকালে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল ফোন, ছোরা, গামছা, স্কচটেপ, ইলেকট্রিক তার ও স্ক্রু-ড্রাইভার জব্দ করে গোয়েন্দারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাইভেটকারে | উঠিয়ে | সর্বস্ব | কেড়ে | নিতো | ছিনতাইকারীরা | গ্রেপ্তার | ৫