আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফিলিস্তিনে দশ লাখ টিকা পাঠাবে ইসরায়েল

ফিলিস্তিনে দশ লাখ টিকা পাঠাবে ইসরায়েল

পরে ফেরত দেওয়ার শর্তে ফিলিস্তিনে দশ লাখ ফাইজারের করোনা টিকা পাঠাবে ইসরায়েল। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, একটি বিনিময় চুক্তি অনুযায়ী এই টিকা পাঠানো হবে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি জানায়, কিছুদিনের মধ্যেই ফাইজারের এসব টিকার মেয়াদ ফুরিয়ে যাবে। তার আগেই ফিলিস্তিনকে টিকাগুলো দিতে চায় ইসরায়েল। তবে টিকা পাওয়ামাত্রই সমপরিমাণ টিকা ইসরায়েলকে ফেরত দিতে হবে।

ইতোমধ্যে শুক্রবার ফিলিস্তিনে এক লাখ টিকা পাঠানো হয়েছে। দ্রুত ফুরিয়ে আসা মেয়াদের টিকার কার্যকারিতা নিয়ে সংশয় জানিয়েছে ইসরায়েলের মানবাধিকার সংগঠনগুলো। তবে কবে নাগাদ টিকার মেয়াদ উত্তীর্ণ হবে চুক্তিকে সে বিষয়ে কোন তথ্য উল্লেখ করা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নাফতালি বেনেট শপথ নেওয়ার পর ফিলিস্তিনির সঙ্গে এটাই প্রথম চুক্তি। চুক্তি ও টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে প্রায় ৫৫ ভাগ নাগরিককে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ করোনা টিকা দিয়েছে ইসরায়েল। এদিকে, গাজার পশ্চিম তীরে প্রায় ৩০ ভাগ মানুষকে এক ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনে | দশ | লাখ | টিকা | পাঠাবে | ইসরায়েল