আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চীনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের

চীনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের

চীনা সরকারের দেওয়া উপহার হিসেবে পাওয়া ভ্যাকসিনের মধ্যে ৩১ হাজার ২০০ ভ্যাকসিন এসেছে রাজশাহীতে।

শনিবার (১৯ জুন) থেকে এসব ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ২১০ শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সবাই এই ভ্যাকসিন পাবেন।

এর আগে গতকাল শুক্রবার বিকালে এসব ভ্যাকসিন রাজশাহী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চীনের এসব ভ্যাকসিন শুধুমাত্র শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে।

বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক তালিকা করে এসব ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এসব ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন মেডিকেল , প্যারা-মেডিকেল ও নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরাও পাবেন এই ভ্যাকসিন।

এ সম্পর্কিত আরও পড়ুন চীনা | ভ্যাকসিন | দেওয়া | হচ্ছে | রাজশাহী | মেডিকেল | শিক্ষার্থীদের