আর্কাইভ থেকে আওয়ামী লীগ

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মেলনের মূলপর্ব শুরু

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মেলনের মূলপর্ব শুরু
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনের মূলপর্ব শুরু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪২ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টারয় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের সঞ্চালনায় ৩০ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনার মূল প্রতিপাদ্য আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনায় আছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর ওপর নৌকার আদলে তৈরি করা হয়েছে ৮০ ফুট দৈর্ঘ্য ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। মূল মঞ্চের উচ্চতা ৭ ফুট। সাংস্কৃতিক পর্বের জন্য তৈরি হয়েছে আলাদা মঞ্চ। এর আগে সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেয়া হয়। এরপর সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সাংস্কৃতিক | অনুষ্ঠান | দিয়ে | সম্মেলনের | মূলপর্ব | শুরু