আর্কাইভ থেকে আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর মেয়ে হয়ে দেশের ভাবমূর্তি কাউকে নষ্ট করতে দেবো না’

‘বঙ্গবন্ধুর মেয়ে হয়ে দেশের ভাবমূর্তি কাউকে নষ্ট করতে দেবো না’
খালেদা জিয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না। কেউ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হয়ে অন্তত এটা আমি হতে দেবো না। বললেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ আজ থেকে আমাদের বিদায়: শেখ হাসিনা

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেয়েদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। স্বাধীনতার সুফল যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেটাই ছিল লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, দেশকে শুধু খুন, জঙ্গিবাদ, বিদ্যুৎহীন খাম্বাই দিয়েছে বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারও হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা। শেখ হাসিনা আরও বলেন, ভোট দেয়ার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগই করে দিয়েছে। নির্বাচন কমিশন এখন স্বাধীন। প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। তিনি দেশকে উন্নত-সমৃদ্ধ করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য তিনি সেটা পারেননি। আমরা সেটা করছি। এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন শেখ হাসিনা

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধুর | মেয়ে | হয়ে | দেশের | ভাবমূর্তি | কাউকে | নষ্ট | করতে | দেবো